এটি বিশ্বের সবচেয়ে দামি ‘লিপ আর্ট’! খরচ ৩.৭৮ কোটি টাকা!

আপনি নিসশ্চয়ই লিপ আর্ট ের বাপারে শুনেছেন। শপিং মল বা বিউটি পার্লারেও লিপ আর্ট ও নেইল আর্ট করা হয়ে থাকে। কিন্তু একটি লিপ আর্টের দাম সাড়ে তিন কোটি টাকারও বেশি?

হাঁ ঠিকই শুনেছেন। অস্ট্রেলিয়ার হিরে বিক্রেতা সংস্থা ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ৫০তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তারা একটি  লিপ আর্ট-এর আয়োজন করা হয়েছিলো।

Image from guinnessworldrecords.com

তারা লিপ আর্ট এর জন্য বেছে নিয়েছিলেন শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলকে  ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর এই লিপ আর্ট-এ সবচেয়ে দামি লিপ আর্ট  ঘসনা করা হয়েছে।প্রায় ১২৬টি হিরে, যার মোট দাম প্রায় ৩.৭৮ কোটি টাকা, তা দিয়ে ঠোঁট সাজিয়ে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ।লিপ আর্ট-এ শার্লি অক্টাভিয়ার ঠোঁট সাজানো হয়েছিল প্রায় ১২৬ টি হিরে দিয়ে এবং এই ঠোঁট সাজিয়েছেন বিখ্যাত মেক আার্টিস্ট ভ্লাদা হ্যাগেরটি প্রায় আড়াই ঘণ্টা ধরে এই ঠোঁট সাজিয়ে ছিলেন। 

View on Amazon
View on Amazon
View on Amazon
Image from guinnessworldrecords.com

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে প্রায় ২২.৯২ ক্যারেট ওজনের হিরে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ১২৬টি হিরে আর ভ্লাদা হ্যাগেরটির প্রায় আড়াই ঘণ্টার পরিশ্রমে বিশ্বের সবচেয়ে দামি লিপ আর্ট হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এই উদ্যোগের।রোজেনড্রফ ডায়মন্ডস’-কে কৃতজ্ঞতা জানিয়ে ভ্লাদা হ্যাগেরটি জানান, তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রম সফল হল।

Leave a Reply

Lakme Fashion Week top Lahengas Bookmark Now – Shanaya Kapoor’s blouse trending designs